Are you looking for pictures with Bangla sad kobita photo and lamentable Shayari pictures? Here you will find lots of bangla sorrow pic with bengali font text images.
You can download these Bengali sad kobita pic, photos, images, pictures and send them to Facebook, WhatsApp, and instagram.
তুমি আমার প্রথম প্রেমের প্রথম সর্বনাশ
বুকের ভিতর আগুন জ্বলে কঠিন দীর্ঘশ্বাস
বসন্ত বাহারে কতো ফুলের মালা
দেখেছি দুজনে মিলে গোধূলি বেলা
জানিনা কখন যে ফুরাতো সময়
যে ছিলো আমার সে আর আমার নয়
অনন্ত ভাবনা ছিল তোমাকে নিয়ে
হারিয়ে গেলে তুমি বেদনা দিয়ে
স্মৃতি গুলো ফিরে আসে দিনের আলোর শেষে
সুখ গুলো উরে গিয়ে বেদনাতে মেশে
কবে ভাঙ্গা নীর ছিড়ে উরে গেছে পাখি
অবুঝ বাসনা আজও করে ডাকাডাকি
2022 Bangla Sad Kobita Photo Wallpaper Download
জানিনা তোমাকে ফিরে পাব কিনা আর
বুক ভরে দিয়ে গেছো তুমি হাহাকার
তবু আশা ভালোবাসা আমার এই বুকে
ফিরে দেখা পাবো যে তোমার আবার
নাইবা হলো ঘর বাঁধা নাইবা পেলাম সূর্যমুখী
এই জীবনে ফোটে ফুটুক নিষিদ্ধ চন্দ্রমুখী
মেনে নেবো আমি এটাই আমার ভাগ্য
এটাই হলো নিয়তি
আমার মনের অন্তঃপুরে থাকবে যুগ যুগ ধরে
জেনে গেছি আমি দুঃখই আমার চিরসাথী
বিকাল গেলো সন্ধ্যা হলো তুমি এলেনা
কেনো তুমি আমায় নিয়ে করলে ছলনা
আমার মনে ব্যাথা দিয়ে কি লাভ বলো পাও
বলতে পারো আমার কাছে আর কি তুমি চাও
আমায় ভালবাসনি নেই বুঝি আর মনে
মনের কথা মনেই আমি রাখি গোপনে
তোমার নীরবতায় হৃদয় ওঠে দুলে
ভয় করে আমায় তুমি যাওনিতো ভুলে
মন বলে তোমার সাথে আবার দেখা হবে
জানিনা সে দিনটা কোথায় কবে
জানিনা কোথায় তুমি কেমন আছো
তুমিও কি আমার মত স্বপ্নে বাঁচো
দুচোখ সারা দিন তোমাকে খোঁজে
রাতের স্বপ্ন জুড়ে তোমাকে বোঝে
চাইনা হতে আমি বিশ্ব কবি
তোমার হৃদয়ে যদি রাখো ছবি
তুমি যে আমার সাধনা
আমার মনের সকল ভাবনা
দুঃখে জীবন কাটে রাত নেমে আসে
তবু পাখি ফেরেনা আর ভালোবেসে
এখন ভাবি মনে মনে যেদিন গিয়েছে
সেদিন কি দাঁড়াবেনা অবশেষে এসে
নামটি তোমার রেখেছিলাম বুকে
সেই নাম নিয়ে বাঁচতাম সুখে
আঁধার কাটিয়ে আলো ছিল তুমি
হওয়ায় ওরা মনটা পেয়েছিল ভূমি
মনটা তোমার রাখা আছে মনে
সেটাই নিয়ে এখন বাঁচি আনমনে
জীবনের পথে ভরসা ছিলে তুমি
আমার জীবনের সব চেয়ে দামী
Bengali HD Sorrow Shayari Images
তোমারও কি পরেনা মনে আমার কথা
নাকি সব ভুলে গেছো মুছে গেছে স্মৃতির পাতা
কেনো ফুল ফোটে আর কেনো ঝরে যায়
প্রেম এসে কেনো জীবনে ব্যথায় ভরায়
ভালোবাসা জ্বালা দেয় দেয় যে বেদনা
দিতে পারেনা সে কখনো মনে সান্তনা
প্রেমের বাগানে ফোটেনা ফুল
দুঃখে শত নদী ভেঙ্গে দেয়ে কূল
সাজিয়ে ছিলাম যতো ফুল
মনে হয় আজ তা সবি ভুল
দুঃখ তবে কি অনন্ত
হৃদয় এখন বড়ই ক্লান্ত
আমার আকাশে আর ওঠেনা তো চাঁদ
পূর্ণিমা দেখে দেখে হয় না প্রভাত
পুরনো সে কথা গুলো
কেনো আজ এলোমেলো
সে কথা তুমি যদি জানতে
আমার মনের খবর যদি রাখতে
দুঃখ দিয়ে যদি সুখী হতে চাও
ব্যাথা দিয়ে তুমি দূরে চলে যাও
মন ভেঙ্গে দিয়ে যদি ভালো থাকো তুমি
ভালো থেকো চিরদিন ডাকবনা আমি
ভাঙলে জোড়া লাগেনা মানুষের অন্তর
দুঃখ ব্যাথা বুকে নিয়ে কাঁদে জনমভর
কাছের মানুষ থাকলে দূরে পোড়ে শুধু মন
সুখের ঘরে আগুন জ্বলে আঁধার হয় জীবন
তোমায় ভালোবেসে আমি হারিয়েছি কূল
ভালোবাসার নিঠুর খেলায় ভেঙ্গে গেছে ভুল
এমন নিঠুর খেলা কেউ খেলেনি
এমন আঘাত পাবো আগে ভাবিনি
হেরেছি নিজেই আমি তুমি হরনি
ভেঙেছ হৃদয় তুমি কথা রাখনি
আমি বুঝিনি কি করে নিলে বিদায়
ভালোবাসা কি শুধুই কাঁদায়
আমার মনের কল্পনা গুলো স্বপ্ন দিয়ে বোনা
সত্যি যাকে বাসিভালো তাকেই প্রকাশ করিনা
Top 10 Best Bengali Sad Kobita text Shyari
১. পলকে পলকে খুঁজি দেখা যদি পাই
আমার এই অন্তরে আর কেউ নাই
কি আবেগে জেগে জেগে কেঁদে যাবো
ভালবাসা মনে আশা তোমায় পাবো
২. প্রেমকে হারিয়ে ফেলেছি আমি
হয়েগেছি আজ ভীষণ একা
ভাবে শুধু মন হবেকি কখনো আর
তোমার সাথে আমার আবার দেখা
৩. ভালোই ছিলাম আমি একা ছিলাম
তোমাকে ভালোবেসে দুঃখ পেলাম
আমি দেখিছি দুটি চোখে একটি স্বপন
তোমার সবুজ মন গেলোনা আর বেঁধে রাখা
জীবনে চলার পথ হলো আঁকাবাঁকা
৪. ভালোবাসার নেই আজ কোনো ঘর
আপন মানুষ হয়েছে পর,
৫. জানি জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না
হলেও তা বেশি দিন করো জীবনে সয়না
তাই নিয়তিকে মেনে নিয়ে এবুকে ব্যথার আগুন জ্বেলেছি
ভালোবাসা বুকে নিয়ে গোপনে গোপনে কেদেছি
তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি
কেনো মন থেকে স্মৃতি গুলো মুছে ফেলা যায়না
এতো কাছা কাছি তবু ছোয়া পাইনা
৬. যে চোখে একদিন বিজলী খেলতো
লাল গোলাপের ফুল পাপড়ি মেলতো
সেই চোখে আজ জমেছে ঘৃণার বন্যা
সয়েছে মন, মন খারাপের যন্ত্রণা
৭. বেদনার কি রং জানা ছিলনা
তোমাকে ভালোবেসে জানলাম
আর নীরবে আমি একা কাদলাম
সাগরের কতো জল আমি জানিনা
তোমারি চোখে তা খুঁজলাম
আর আকাশের মতো চেয়ে রইলাম
৮. জীবনের শুরু যার বিরহ ব্যথায়
তার কি ভালোবাসা কখনো মানায়
কি আশায় খেলা ঘর বাঁধবে বলো
তার চেয়ে ভালো একা থাকতে দাও
৯. কতো যত্নে গরা ছিলো জীবন
এক নিমেষে পায়ে দলে এনে দিলে মরন
কতো রাত ভেবেছি কেমন এ জীবন
এক নিমেষে বদলে যায় মানুষের মন
১০. জানিনা কি অপরাধ ছিলো আমার
ঝড়ো হাওয়া ভাঙ্গে শুধু মনের দুয়ার
সুখের স্মৃতিরা আঁধারে হারায়
বিরহের সুর কাঁদে মনের আঙিনায়
Read More
Bangla Instagram Sad Dp Pic Photo