Top 10 ঈদ মোবারক পিকচার 2024 ঈদের Picture লেখা ফটো ছবি

প্রিয়জনকে শুভ ঈদ মোবারক এর শুভেচ্ছা বার্তা পৌঁছেদিন এই ঈদ মোবারক পিকচার 2024 মেসেজ গুলোর মাধ্যমে। এখানে আপনি পাবেন ছবিসহ ঈদ মোবারক লেখা টেক্সট ইমেজ এসএমএস ছন্দ ও কবিতা ঈদ মোবারক পিকচার বাংলা ফেসবুক ঈদ ক্যাপশন ও হোয়াটসঅ্যাপ ঈদ স্ট্যাটাস.

top-10-ঈদ-মোবারক-পিকচার-bangla-2022

ঈদ মোবারক পিকচার 2024

সবার মন আদন্দে ভরে গেলো
এলো খুশির ঈদ এলো
ত্রিশ দিন রোজার পরে এলো এই দিন
বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরবো সারাদিন
সকলের মনের আশা পূর্ণ হোক
**** ঈদ মোবারক *****

ঈদের আনন্দ করবো সবাই
কেটে যাক এ মধুর রাত
কাল ঈদের খুশির দিন
আজ সবাই দেখো চাঁদ,
চাঁদ উঠেছে ওই চাঁদ দেখা যায়
তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই।
####@ঈদ মুবারক@####

bangla-ঈদ-মোবারক-পিকচার-2022

আকাশে উঠছে খুশির ঈদের চাঁদ
আনন্দ আর উৎসব হবে সারারাত,
সকাল বেলা অনুষ্ঠিত হবে নামাজ
পরনে থাকবে নতুন জমা নতুন সাজ,
অন্তরের সাথে অন্তরের হবে মিল
এক কাতারে সবাই মিলে হবে শামিল,
থাকবেনা কারোর মনে ক্ষোভ বিদ্বেষ
গড়বো মোরা নতুন এক আনন্দের দেশ,
@@@#ঈদ মোবারক#@@@@

পৃথিবীর বুকে স্বর্গ নেমেছে
ফুটেছে ভালোবাসার ফুল,
নদীর বুকে বারি ধারা বয়
ভরিয়ে তার দুকূল,
পথীক পাখি ধরেছে আজ
মহামিলনের গান
ঈদের খুশিতে আত্মহারা মোরা
শেষ হয়েছে মাহে রমজান।
**** ঈদ মুবারক ***

ঈদ মোবারক লেখা ফটো 2022

আকাশ আলো করে চাঁদ এসেছে
ঈদের মাহফিল দেখো জমে উঠেছে
দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া সব পাড়াতে
চলবে ঈদের উৎসব আজকে রাতে
*** ঈদ মোবারক ***

চাঁদ রাতে সব এসে যায়
শহর থেকে নিজ গ্রামে
হবে কতো আমোদ প্রমোদ
মা বাবা বোন আর ভায়ে
গায়ের মানুষ ঈদের দিনে
অনেক মজা করে
ঈদ গা থেকে বেরিয়ে সবাই
যায় পরশির ঘরে
**** ঈদ মোবারক ****

কার মনে কি আছে কে আর জানে
আল্লাহ তাআলা সবার মনের কথা জানে
ঈদগাঁওতে মসজিদে মাঠে ময়দানে
ঈদের নামাজ পড়ব সবাই এক মনে প্রাণে
***** Eid Mubarak *****

খুশি সবাই ঈদের দিনে ঈদের আগমনে
বাচ্চা বুড়ো আর পাড়া পরশী আনন্দ সবার মনে
ঈদ মোবারক প্রতিধ্বনি শোনা যায় চারপাশে
অনেক উচ্ছ্বাস নিয়ে আসে ঈদ মাহে রমজান শেষে
******* ঈদ মোবারক ********

গরীব ধনী সবার জন্য আজকের এই ঈদ
ছোট বড়ো সবার মাঝে ছড়িয়ে পড়ুক প্রীত
মিল মহববাত আসুক এই ঈদের দিনে
শত্রু থেকে বন্ধু হোক জনে জনে
আজকের দিনে মনের সব পাপ ধুয়ে যাক
******* Eid Mubarak******

বছর ঘুরে আজ ঈদ এলো আনন্দ উৎসবে ভরলো ভুবন
সকলকে জানাই ঈদ মোবারক ধন্য হোক সবার জীবন
***** Subho Eid *****

ঈদ-মোবারক-bangla-picture-lekha

আল্লাহর অশেষ দয়া রমজানে পাই
ঈদের খুশির আনন্দ সীমাহীন তাই
ঈদে আসে সকলের নতুন জামা
কিনে দেয়ে আত্মীয় স্বজন বাবা ও মা
কেউ নেয় শাড়ি চুড়ি নতুন নোলক
হাঁসি হাঁসি মুখে বলে ঈদ মোবারক
**** শুভ ঈদ মোবারক ******

আকাশের বুকে খুশীর খবর
চাঁদ দিয়েছে দেখা,
ঘরে ঘরে পৌঁছে গেছে
শুভ ঈদের বার্তা,
উঠেছে চাঁদ এনেছে বরাত
সেজেছে নগরী সরক
হৃদয় থেকে জানায় তোমায়
***** ঈদ মোবারক ******

ঈদের নামাজ পড়ব সবাই এক কাতারে শামিল হয়ে
চোখে সুরমা নতুন পোশাক আতর থাকবে সারা গায়ে
**** Subho Eid *****

eid mubarak ফটো picture hd

ফিতরা যাকাত দিয়ে সুরমা আতর লাগিয়ে
পড়তে হবে নামাজ পাক ঈদ গাঁওতে গিয়ে
দেখো কেউ যেনো কাঁদেনা ভুখা ফাঁকা থাকেনা
ঈদ হয়না তাদের পালন যারা অন্যে খুশি বাটেনা
এ খুশি ধনী গরীবের রাজা বাদশহ ও ফকিরের
অসহায় অতি দরিদ্রদের জাওয়ান ও বীরের
সকলেই খুশির হকদার পৌঁছে দাও সকলের ঘরে
**** Eid Mubarak ****

ঈদের ওই চাঁদ উঠেছে দূর আকাশে
কেনো এতো সূচিকর এতো বাঁকা সে
আজ দেখি তার গায়ে কোনো দাগ নাই
সালাম নিও সবাই ঈদ মোবারক জানাই
**** Eid Mubarak ****

রেখোনা কোনো ভেদাভেদ এলো খুশির দিন
পুরানো দুঃখ গুলো ভুলে হোকনা আজ রঙিন
ফুটুক সবার মুখে হাসি মুক্ত ঝরুক রাশি রাশি
যে যার প্রিয়জনকে প্রাণ খুলে বলো ভালোবাসি
**** Eid Mubarak ****

সুরমা আতরে আজ ছড়াক সৌরভ
বুকে নামুক শীতল অনুভব
প্রতিটি ঘরে ঝরুক খুশির বন্যা
সারাটি বছর থাকুক এমনি গৌরব
সবাই সবার থাকবো পাশে অঙ্গীকার করি
এসো সবাই একসাথে ঈদের নামাজ পড়ি
******* শুভ ঈদ মোবারক ********

ঈদ-মোবারক-পিকচার-2022-download

নতুন আতরের গন্ধ ছড়াবে
চোখে থাকবে সুরমার সাজ
ঈদ গাঁতে হবে ঈদের নামাজ
কোলাকুলি করবো বন্ধু আজ
সব কিছু ভুলে এসো বন্ধু পাশে
একসাথে হোক পথ চলা
দুঃখে দুঃখে ভালোবেসে
হৃদয়ের সাথে হৃদয়ের কথা বলা
******* ঈদ মোবারক ********

শুনেছি ঈদের রাত বরকতময়
এই রাতের সব দোয়া মঞ্জুর হয়
ঈদে যেনো করো মুখ থাকেনা মলিন
এই ঈদ ঘরে ঘরে আসুক প্রতিদিন
ঈদের অঢেল খুশি হোক কিছু কম বেশি
সকলেই যেনো ভাগ পায় তাতে
আল্লাহর কাছে এটুকুই চাওয়া আজ এই রাতে
******** শুভ ঈদ মোবারক *****

ঈদ শুধু নয় শিমুই খাওয়া আর নতুন পোশাক পরা
ঈদ হলো ধনী আর গরীবের সাথে খুশি বিনিময় করা
নিঃস্ব এতিম মুসাফির যেনো কেউ থাকেনা আর বাদ
তাদের হোক বুঝিয়ে দিলে তবেই পাবে আল্লাহর আশীর্বাদ
******* ঈদ মোবারক ********

2022-ঈদ-মোবারকের-ছবি-স্ট্যাটাস-পিকচার

ঈদের নামাজ হবে ঈদের মাঠে
মুখরিত হবে মাঠ তাকবীর পাঠে
সকলের চোখে মুখে হাসি খুশির ঝলক
কোলাকুলি করে বলবে ঈদ মোবারক
***** শুভ ঈদ মোবারক ******

রহমতের দশক জুড়ে নিয়ামত অবিরত
মাগফিরাৎ নাজাত পাবে গুনহাগার কত শত
খোদা তোমাকে জানাই হাজার সালাম
তোমার রহমতে আবার সবাই ঈদ ফিরে পেলাম
++++ eid mubarak ++++

নাচো সবাই তালে তালে গাও খুশির গীত
বছর ঘুরে আবারও চলে এলো মহান ঈদ
মনের মাঝে ঢোলক বাজে চোখেতে ঝলক
সবার আগে জানাই তোমায় ঈদ মোবারাক
#@@@eid mubarak###@

ঈদুল-ফিতর-2022-শুভেচ্ছা-পিকচার

চাঁদ রাতে দু নয়নে আসেনা ঘুম
ঘরে ঘরে খুশি সাজ পোশাকের ধূম
চাঁদ রাতে নয় শুধু হাসি মসকরা
সবচেয়ে ভাল কাজ ইবাদত করা
ইবাদত করে যারা সারারাত ভোর
জানে তারা আছে এক খুশির খবর
এরাতের সব দোয়া কবুল হবে
আল্লাহর নিকট মনের কথা সজ্জিত রবে,
**** শুভ ঈদ মোবারক *****

ঈদগাহে সব নতুন পোশাক সবার মুখে হাঁসি
নিঃস্ব ভুখা গরীব দাঁড়ায় ধনীর পাশাপাশি
নতুন পোশাক পাক বা পাক পায় ঈদের জামাত
ঈদের শোভা নামাজ শেষে কোলাকুলি আর হাতে হাত
****** Eid Mubarak ******

চাঁদনি রাতের চাঁদের ছোঁয়া
লাগুক তোমার প্রাণে
তোমার জীবন ভোরে উঠুক
ঈদের খুশির গানে,
তোমার ঈদ ভালো কাটুক
করছি দোয়া মনে মনে
ঈদের শুভচ্ছা ও ঈদ মোবারক
#### eid mubarak ###

Bengali ঈদের পিকচার শুভেচ্ছা ছবি 2022

রমজানের রোযার শেষে এলো খুশির ঈদ
প্রাণে জাগে মধুর আশা মনে আসে গীত
তোমার খুশি আমার খুশি খুশিতে হোক মাখামাখি
এই দিনের অপেক্ষাতে সারা বছর তাকিয়ে থাকি,
eid mubarak

শেষ হলো রোজার মাস এসো সবাই
আজ খুশির যোয়ারে চলো ভেসে যাই,
সুরমা অতরে নতুন বেশ ধরে
হারিয়ে যাবো মোরা আনন্দের সীমানায়,
#### eid mubarak #####